অন্যান্য

অগ্নিকান্ডে শিকার,প্রতিবন্ধী আম্বিয়া’র পাশে দাড়ালেন মোঃরবিউল ইসলাম (নয়ন)

  প্রতিনিধি 21 March 2025 , 5:53:11 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হাসান
জেলা প্রতিনিধি মাগুরা
মেয়েকে বাঁচাতে বাবা’র আকুতি, আছেন কোনো স্বহৃদয়বান, এমন ক্যাপশন দিয়ে ভিডিও লাইভ করার পরে বিষয়টি নজরে আসে ঢাকা দক্ষিণ মহানগরের যুবদলের সদস্য সচিব মোঃরবিউল ইসলাম নয়নের।
তিনি তাৎক্ষণিক ভাবে পাঠিয়ে দেন মাগুরা জেলারর মহম্মদপুর উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে একটি প্রতিনিধি দল।
ব্যবস্থা করেন অর্থের ও যোগান দেন রক্তের।
Rasel parbez নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ থেকে যখন অগ্নিদগ্ধ প্রতিবন্ধী আম্বিয়ার চিকিৎসা ও দরিদ্র বাবার পরিস্থিতির বিষয়ে অপারগতা তুলে ধরা হয় সরাসরি লাইভ ভিডিওতে
সেই লাইভ ভিডিওটি নজরে পড়ে পড়ে    ঢাকা দক্ষিন মহানগরের যুবদলের সদস্য সচিব  মোঃরবিউল ইসলাম নয়নের তৎক্ষণাত মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নূর-আমীন সিকদার সজীব ও ছাত্রদলের সদস্য সচিব  রজব আলী সহ একটি প্রতিনিধি দল পাঠিয়ে দেন উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
তারা মোঃরবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে প্রতিবন্ধী আম্বিয়ার চিকিৎসার জন্য তার বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন এ সেই সাথে আম্বিয়ার শরীরে যতো রক্ত লাগবে সকল রক্তের ব্যবস্থা করেন।
উল্লেখ্য গত তিন (৩) মাস আগে মাগুরা জেলারর মহম্মদপুর পজেলার বালিদীয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে  হত দরিদ্র কৃষক মোঃনজরুলে’র  প্রতিবন্ধী মেয়ে আম্বিয়া (১৫)  গভীর রাতে সাবাই যখন নিদ্রা যায় তখন সে কন কনে শীতে  রান্না ঘরে আগুনের মিষ্টি তাপ উপভোগ করতে যায়।
হঠাৎ তার শরীরে আগুন প্রবাহীত হয় তার চিৎকার শুনে সবার সজাগ হয় তার পর তাকে উদ্ধার করা হয়।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পর এখন আর সিকিৎসা করাতে পারছেন না তার হতদরিদ্র বাবা নজরুল ইসলাম। বাধ্য হয়েই অসহয়ের মতো সবার সহযোগীতা কামনা করছেন।
আজ বৃহঃপতিবার সকালে ফেসবুক লাইভ টি মোঃরবিউল ইসলাম নয়নের নজরে আসলে আম্বিয়ার সকল চিকিৎসার ভার গ্রহন করেন এবং তার পরিবারের পাশে দাড়ানোর প্রতিশ্রুতী দেন।
এবং মহম্মদপুর পউজেলা সমাজসেবা অফিসের রোগী কল্যাণ সমিতি থেকে আম্বিয়াকে সকল ঔষুধের সুবিধা প্রদান করা হচ্ছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ