অন্যান্য

অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে দুর্গাপুরে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি 18 May 2025 , 1:29:29 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শত শত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ডিগ্রি তৃতীয় বর্ষের আয়োজনে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ হিসেবে স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও এমন অ-স্বাভাবিক ও অতিরিক্ত ভর্তি ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সামিল বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা। ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারী শিক্ষার্থীগণ। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় কলেজ শিক্ষার্থী নুরে আলম ও জহির রায়হান বলেন, পৌর শহরের অন্যান্য কলেজে ১ হাজার দুইশত টাকা ভর্তি ফি নেওয়া হচ্ছে। সরকারি কলেজ হিসেবে ভর্তি-ফি আরও কম নেয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে এক হাজার নয়শত বিশ টাকা। এছাড়া প্রায় সময়ই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে অতিরিক্ত ফি আদায় করে থাকেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ডিগ্রি ৩য়বর্ষের শিক্ষার্থী সুরাইয়া সুলতানা, স্বর্না আক্তার, সোহেল রানা, সাথী আক্তার, সাগর মিয়া প্রমুখ।

এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. রেদওয়ানুর রহমান বলেন, বর্তমানে কলেজে অনেক শিক্ষকই অবসরে চলে গেছেন। শিক্ষার্থীদের পড়াতে বাহির থেকে খন্ডকালনি শিক্ষক এনে পাঠদান করাতে হয় বিধায় অতিরিক্ত কিছু টাকা নেয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। আমি অফিসের কাজে বাহিরে আছি, কলেজে গিয়ে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি নিয়ে পুনঃ বিবেচনা করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ