অন্যান্য

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কে হত্যার হুমকি।

  প্রতিনিধি 27 September 2024 , 11:15:20 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ হোসেন সাগর

স্টাফ রিপোর্টার। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মাসুম বিল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায় এ নির্দেশ দেন।
মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ।

মামলায় বলা হয়, চলতি বছরের ২ মে ড. ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়। অভিযুক্ত ওই ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেন ‘আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল’। এতে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। এছাড়াও আসামি এলাকায় ড. ইউনূসকে নিয়ে সুদখোরসহ বিভিন্ন মানহানিকর উক্তি প্রকাশ করেন এবং ড. ইউনূসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, বাদী আমার আপন চাচাত ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে এমন ‘কাল্পনিক’ মামলা করেছে। এছাড়াও ঘটনার সময়ে আমি গ্রামে নয় অফিসে ছিলাম, অফিসের হাজিরা খাতায় আমার স্বাক্ষর রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ