প্রতিনিধি 26 February 2025 , 4:11:26 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
ক্রাইম রিপোর্টার
জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরা শহর এলাকা থেকে অপারেশন ডেবিল হান্ট অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র সহ দুই জন কে আটক করে যৌথবাহিনী গতকাল মঙ্গলবার রাত ৮-৯ টার সময় এ অভিযান করে
সেনাবাহিনী সূত্রে জানা যায় সেনাবাহিনী ক্যাম্প গোপন তথ্যের ভিত্বিত্তে জানতে পারে ৫ নং ওয়ার্ড পারনান্দুয়ালী গ্রামে আশিকুল আলমের দোকানে অবৈধ আছে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুস, দুইটি মোবাইল ও একটা মটর সাইকেল জব্দ করে এবং এটি যুবক কে আটক করতে সক্ষম হয়,
গ্রেপ্তার কৃতরা হলো সদরের পারলা গ্রামের মোঃবক্কর মল্লিকের ছেলে মোঃআল-আমিন এবং সদরের পারনান্দুয়ালী গ্রামের মোঃওহিদুল মোল্লার ছেলে মোঃসাজিদ মোল্লা