প্রতিনিধি 12 February 2025 , 6:22:52 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত, সদর (নোয়াখালী) প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম নোয়াখালীতে গত তিন দিন ধরে চলমান রয়েছে। নোয়াখালীতে গত ১দিনে নতুন করে হাতিয়ায় ৮জন, সদরে ৩জন , চাটখিলে ১জন, কোম্পানিগঞ্জে ১জন,সুরর্ণচরে শীর্ষ সন্ত্রাসী শফি বাতাইন্না সহ নোয়াখালীতে মোট ২১জনকে আটক করছে যৌথবাহিনী। এদের মধ্যে অনেকেই বাংলাদেশ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী। আটককৃতদের মধ্যে হাতিয়া উপজেলার এর সংখ্যা সবচেয়ে বেশি।যার কারন গত ৪দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলায়। হাতিয়ায় একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার সেখানে নৌপুলিশ, কোষ্টগার্ড এর সহযোগিতায় অপারেশন পরিচালিত হচ্ছে। এছাড়া নোয়াখালীর বাকি ৮টি উপজেলায় সেনাবাহিনী, পুলিশের সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের আদালতে তোলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।