অন্যান্য

অফিস চিনাতে ২৬৭৯ জন চলাফেরা করা অক্ষম ব্যক্তিকে উপজেলায় একত্রিত!

  প্রতিনিধি 12 July 2025 , 3:55:39 প্রিন্ট সংস্করণ

মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি :

বিজয়নগর উপজেলা সমাজসেবা অফিসের নির্দেশে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত ২৬৭৯ জন ঝড়বৃষ্টি মধ্যে ৯-১০ জুলাই বুধবার ও বৃহস্পতিবার উপজেলায় একত্রিত হয়ে চরম ভোগান্তির মধ্যে সময় অতিবাহিত করেন।

২০২৪-২৫ অর্থ বছরে নতুন করে বয়স্ক ৬৪১ জন, বিধবা ১০৭৩ জন ও প্রতিবন্ধী ৯৬৫ জন ভাতা প্রাপ্ত চলাচলে অক্ষম বৃদ্ধ ও প্রতিবন্ধীরা ঝড়বৃষ্টির মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসারের নির্দেশে একটি সাক্ষর নেওয়ার সবাই উপজেলায় একত্রিত হন। এসময় বৃদ্ধ ও প্রতিবন্ধীর পক্ষে পরিবারের কেউ আসলে তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

চলাফেরার অক্ষম বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, অতিতে কখনো তাদের এমন দল বেধে উপজেলা এসে সারাদিন বসে থাকতে হয়নি।

একটি সাক্ষর স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব বা ভাতাভোগী পক্ষে যে কেউ এসে নিয়ে যাওয়ার মাধ্যমে ভোগান্তি কমানোর সুযোগ থাকলেও সেটা সমাজসেবা অফিস করিনি বলে সবাই অভিযোগ করেন।

হরষপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাহফুজ মিয়া জানান, অতিতে আমরা মেম্বাররা বা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে সকল কাজ সম্পূর্ণ করে ভাতাভোগীদের টাকা প্রাপ্তিকে সহজ করতাম। এবার নতুন নিয়মে সব ভাতাভোগী নিজে গিয়ে সাক্ষর আনার মাধ্যমে হয়নি বৃদ্ধি পেয়েছে।

বিজয়নগর উপজেলা সমাজসেবা অফিসার (অতিঃদাঃ) রাকেশ পাল জানান, সবাই অফিস চিনে যাওয়ার জন্য অফিসে ডাকা হয়েছে। যাতে পরবর্তীতে কোন সমস্যা হলে অফিসে আসতে সুবিধা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ