প্রতিনিধি 2 February 2025 , 9:55:06 প্রিন্ট সংস্করণ
মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোমরেজ আলী পিতা মৃত-আব্দুল মালেক সরদার একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক মোঃ জাহিদুর রহমান এর বিরুদ্ধে গত ২৩শে জানুয়ারি ২০২৫ তারিখে সি আর -৭০/২৫ এ ৩২৩/৩৪১/৩২৪/৩০৭ দঃ বিধি তৎসহ ৩০৮সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারাতে একটি বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেন উক্ত মামলাটিতে কোন তদন্ত প্রতিবেদন ছাড়া বিষ্ফোরক আইনে বিজ্ঞ সিনিঃ জুডিঃ মেজিষ্ট্রেট মণিরামপুর আমলী আদালত যশোর কতৃক মামলা রেকর্ডের যে(এফ আই আর) আদেশ দেয়া হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন ষড়যন্ত্র মূলক।উক্ত মামলাটিতে ২০ই অক্টোবর ২০২৪তারিখে রাত আনুমানিক ৮ঘটিকার সময় যে ঘটনা উল্লেখ করা হয়েছে ঐ ঘটনা সংগঠিত হওয়ার পরে সেনাবাহিনীর টহল গাড়ির সাথে অবঃ সেনা সদস্য জাহিদুর রহমান বাড়িতে পৌছায়। বাড়িতে পৌছানোর পূর্বেই অত্র এলাকাতে বোমা বিষ্ফোরন এবং মারামারি সংগঠিত হয় যাহা উক্ত সময় বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছিলো। উক্ত মামলাতে যাদের বিরুদ্ধে অভিযোগ করে স্বাক্ষী রাখা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাক্ষী তার ভিডিও সাক্ষাৎ কারে বলেন অবঃ সেনা সদস্য জাহিদুর রহমান কোন বোমা বিষ্ফোরন করেন নাই এমনি ঘটনার সময় জাহিদুর রহমান ঘটনা স্হলে হাজির ছিলেন না। স্হানীয় অনেকেই জানান অত্র এলাকাতে দলিল লেখক মোমরেজ এর নেতৃত্বে হাবিবুর রহমান পিতা মৃত- জনাব আলী এলাকাতে ত্রাস সৃষ্টি করার জন্যে বোমা বিষ্ফোরন ঘোটিয়ে পালিয়ে যান কিন্তু মোমরেজ আলী পালিয়ে যাবার সময় গণপিটুনির স্বীকার হন। যার পত্যক্ষ স্বাক্ষী রহিয়াছে মাছনা গ্রামের মাহমুদুল হাসান।যে সেনা সদস্য দেশের জন্যে সর্বদা নিজেকে উৎসর্গ করে আর সেই সেনা সদস্যকে হয়রানি করার জন্যে এমন একটি মিথ্যা মামলার দায়ের করে কোন তদন্ত প্রতিবেদন ছাড়া একজন অবঃ সেনা সদস্যের বিরুদ্ধে আদালতের এমন আদেশে এলাকাতে কৌতুহল সৃষ্টি হয়েছে।