অন্যান্য

অবশেষে যাকে বিয়ে করছেন নায়িকা শিলা

  প্রতিনিধি 11 October 2024 , 1:33:41 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক।।

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। দেশের একটি গণমাধ্যমকে নিজেই বিয়ের তথ্যটি জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতেই দির্ঘদিনের প্রেমিকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শিলা।

শিলা জানান, পরিবারের সম্মতিতেই প্রেমিককে বিয়ে করছেন নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলেন তিনি।
শিরিন শিলা বলেন, ‘ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে।’

নায়িকা আরও জানান, আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। পরে ধুমধাম করে আয়োজন করা হবে বলে জানান। শিরিনের কথায়, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে।’

২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিকের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিলা তবে ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারণে সবসময়ই আলোচনায় ছিলেন। । তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ