অন্যান্য

অবহেলায় পড়ে রয়েছে স্যার প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটা

  প্রতিনিধি 5 March 2025 , 11:20:35 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন সানা 

 

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্ৰামে অযন্তে আর অবহেলা পড়ে হয়েছে স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি। জনশ্রুতি অনুযায়ী শোনা যায়, ১৮৫০ সালে স্থায়ী ভাবে বসবাসের জন্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের বাসা সেখানে বাসবাড়ি নির্মাণ করেন। বাড়ি টি ছিলো দুটি ভাগে বিভক্ত যেটা অন্দর মহল আর সদর মহল নামে পরিচিত। তার মধ্যে সদর মহল টি পুরুষের জন্য তৈরি করা হয়। সদর মহল টি চার ভাগে বিভক্ত তার উওরপাশের ভবন টি মুন্দির ( পূজা মুন্ডপ ) হিসাবে ব্যবহার হতো। সদর মহল থেকে ৫০/৬০ ফিট পূর্ব দিকে প্রচীন একটি পুকুর হয়েছে। লোকমুখে শোনা যাই বাড়ি নির্মাণের সময় পুকুর টি খনন করা হয়। সদর মহল টি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত হয়েছে। সদর মহল টির কিছুটা অংশ সংস্কার করা গেলেও অন্দর মহলটি অবহেলা পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। অন্দর মহলে পিছনের অংশটা অনেক টাই ভেঙ্গে পড়ছে। অন্দর মহল ওভাবে অযত্নে অবহেলায় থাকলে এবং সংস্কার না করলে বাকি টুটুও ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকবে। এই ভাবে ঐতিহাসিক ও পরিচিত গুলি বিলেন হয়ে গেলে নতুন প্রজন্মে কি জানবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ