প্রতিনিধি 30 January 2025 , 7:00:17 প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে একটি এক্সক্যাভেটর মেশিন (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে। পাশাপাশি এক্সক্যাভেটার মেশিনের মালিক ডালিম আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) শিবগঞ্জ উপজেলা চককীর্তি ইউনিয়নের দামুসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই মেশিন জব্দ ও মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারী) অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক সাদিকুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জানুয়ারী) এক্সক্যাভেটর মেশিন জব্দ করার পাশাপাশি এর মালিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।