অন্যান্য

অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক: সমুদ্রপথে প্রবেশ, পাসপোর্ট-ভিসা নেই।

  প্রতিনিধি 23 August 2025 , 6:24:21 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল 
লালমোহন, ভোলা | ২৩ আগস্ট ২০২৫
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাগাশিয়া আবাসন এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।
আটক ব্যক্তির নাম হরি রঞ্জন দাস। তিনি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হায়রা ব্লকের অক্ষয় নগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম জামিনি দাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরি রঞ্জন দাস স্বীকার করেছেন যে তিনি সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশ করেছেন, এবং তার কাছে পাসপোর্ট বা ভিসা নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি বর্তমানে লালমোহন থানায় হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশের অভিবাসন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রশাসন আশ্বস্ত করেছে যে, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ