অন্যান্য

অবৈধ বেকারীর খবর প্রচারে সাংবাদিকদের হুমকি!

  প্রতিনিধি 26 August 2025 , 4:29:24 প্রিন্ট সংস্করণ

নিজাম উদ্দীন 
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের মনোকর্শা গ্রামে সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে বিসমিল্লাহ ফুড এন্ড বেকারী। মালিক তাবারক হোসেনের অধীনে থাকা এই দুটি অবৈধ বেকারী নিয়ে সম্প্রতি চ্যানেল এওয়ান,নন্দিত টেলিভিশন  মুভি বাংলা টেলিভিশনসহ বিভিন্ন অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
কিন্তু সংবাদ প্রচারের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন বেকারীর মালিক তাবারক হোসেন। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে সাংবাদিকদের অর্থের প্রলোভন দেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকরা তা প্রত্যাখ্যান করলে শুরু হয় হুমকি-ধামকি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রকাশিত নিউজ ডিলিট করার নির্দেশ দেন। তা না মানলে তাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন তিনি। এমনকি প্রশাসন যদি বেকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তার দায় সাংবাদিকদের ওপর চাপিয়ে দেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন, এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে দ্রুত হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ