ডেক্স রিপোর্ট
সারিসারি খাবারের হোটেল একই সাথে দুপুরের খাবার তৈরীর কাজে ব্যস্ত হোটেলে-কর্মীরাও রয়েছে একাধিক চায়ের দোকান। দেখলে মনে হবে খোলা কোনো মাঠে তাবু টানিয়ে ব্যবসা করছেন দোকানদাররা। আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট
রাজধানীর বিভিন্ন যায়গায় অলি-গলিতে এমন খাবারের হোটেল নিয়মিত দেখা যায়। কিন্তু যেটা এখন আপনারা দেখছেন এটি রাজধানীর মতিঝিল পার্ক। যে পার্ক মাত্র তিন বছর আগে মতিঝিলে আসা অফিস কর্মী ও স্থানীয় বাসিন্দাদের জন্য দৃষ্টিনন্দন করে তৈরী করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
মাত্র তিন বছরের ব্যবধানে জৌলুস হারিয়ে পার্কটি এখন অসাধু চক্রেরর দখলে। সরকারি পার্ক ভাড়া দিয়ে দৈনিক কামিয়ে নিচ্ছেন প্রায় ১৫ হাজার টাকা। ভূয়া ইজারার কথা বলে পার্কের সৌন্দর্য নষ্ট করে বানিয়েছেন খাবারের হোটেল তাও আবার একটি দুটিনয় প্রায় ১০টির মত খাবার হোটেল। রয়েছে বেশ কিছু চা-কফির দোকানও।
কথা এই পার্কে ব্যবসা করা দোকানীদের সাথে কিসের বলে আর কার সহযোগীতায় ৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় দেড় বিঘা আয়তনের এই পার্কটিতে এমন খাবারের হোটেল দেয়ার সাহস পেলো। আর কেই বা সেই ক্ষমতাবান ব্যাক্তি যার কাছ থেকে এই পার্কের সম্পত্তি ভাড়া নিলো।
ব্যবসায়ীরা জানান পার্কের টোয়ালেট এজারাদার তারেকই এই অবৈধ দোকান পরিচলনা করেন। তারেকের ফোন নাম্বার বা ঠিকানা না পাওয়া তার সাথে যোগাযোগ করা যায়নি।
মতিঝিলে আসা অফিস কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বড় ভূমিকা রাখবে এ পার্ক- এমনটাই আশা করেছিলেন অনেকেই কিন্তু সেই পার্কই এখন অবৈধ ভাবে দখল করে রমরমা ব্যসাকরছেন অসাধু চক্র। নষ্ট করে ফেলেছেন পার্কের সৌন্দর্য আগের মত নেই সবুজ ঘাষ নেই কোনো লাইটিং ভাতের হোটেলে পরিনিত হয়েছে দৃষ্টিনন্দন এই পার্কটি।
মতিঝিলে এই পার্ক দৈনিক ভাড়া দিয়ে প্রায় ১৫ হাজার টাকা কামান পার্কের টোয়ালেট ইজারাদার তারেক। যার পুরোটাই অবৈধ সেই সাথে এর কানাকড়িও পায়না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এ পার্কের দোকান যে পুরোপুরি ভাবে অবৈধ তা সাফ জানিয়েদেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। একই সাথে এই অসাধু চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।
দীর্ঘদিন যাবত অবহেলা আর অযত্নে পড়ে থাকা মতিঝিলের এ স্থানটি ছিল স্থানীয় মাদকসেবী, মাদক কারবারি ও ভাসমান যৌনকর্মীদের অভয়ারণ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে মতিঝিলের এ জায়গায় একটি মনোরম পার্ক তৈরির জন্য ২০১৮ সালের জুন মাসে এক বছর মেয়াদি প্রকল্প গৃহীত হয়।
মতিঝিলে আসা মানুষদের স্বস্তির কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন রুপে সাজায় এই পার্কটি। যার উদ্বোধন হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। কিন্তু কথিত কিছু অসাধু মানুষের জন্য এসব ভালো কাজ গুলি প্রশ্নবিদ্ধ হয় জনমনে।
সুত্র : খুলনা অঞ্চল