প্রতিনিধি 10 October 2024 , 6:23:42 প্রিন্ট সংস্করণ
মতিন গাজী
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিপি বেগম উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়ার বাসিন্দা হিরো মোল্যার স্ত্রী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ৩ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল যৌথভাবে বুইকারা গ্রামের আকন্দিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি লিপি বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।