নিজস্ব প্রতিবেদকঃ-
যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার ধোপাদি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মৎস্যঘের সংক্রান্ত বিরোধের জেরে বিকেলে এক সালিশ বৈঠকে অংশ নেন তরিকুল ইসলাম। সালিশ চলাকালে কথাকাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং অভয়নগর পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি বিরাজ করছে চরম উত্তেজনা।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বলেন, “আমি নিজেই ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।”