অন্যান্য

অভয়নগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নারীর মত্যু

  প্রতিনিধি 2 October 2024 , 5:47:31 প্রিন্ট সংস্করণ

মতিন গজীঃ

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২ অক্টোবর) উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামর মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১ টার দিক রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ‘রকেট’ ট্রেনর ধাক্কায় একজন বৃদ্ধা নারী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও মুচলেকা দিয়ে মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত বলেন, ‘আলোচনা ও মুচলেকা দেওয়ার পর নিহত জাহানারা বেগমের মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংযুক্ত ছবি -২

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ