প্রতিনিধি 19 September 2024 , 2:57:45 প্রিন্ট সংস্করণ
মতিন গাজীঃ
অভয়নগর উপজেলার শিল্প, বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় মেঘনা ব্যাংকের ৭০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারের সরদার টাওয়ার এ শাখার উদ্বোধন করা হয়। উপজেলাসীর জীবনযাত্রার জন্য ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে এই শহরে সেবা দিবে মেঘনা ব্যাংক।
শুভ উদ্বোধনের শুরুতে কোরআন তেলোয়াত করেন স্টেশন বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রজিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ক্লিয়ারচার হেড এ এস এম ইকবাল হোসেন, যশোর শাখার ম্যানেজার দিবাশিষ পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, খুলনা শাখার ম্যানেজার আলি হাসান, কপিলমণি উপশাখার ম্যানেজার মোহাম্মদ তোহিদুজ্জামান, মনিরামপুর উপশাখার ম্যানেজার আব্দুল হালিম, নওয়াপাড়া উপশাখার ম্যানেজার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিল্ডিং এর মালিক ও ব্যাবসায়ী রাজু আহমেদ, অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও মেঘনা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।