প্রতিনিধি 10 October 2024 , 3:17:17 প্রিন্ট সংস্করণ
মতিন গাজী
যশোর জেলার বিভিন্ন উপজেলার বানভাসির মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে বুধবার অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বন্যা কবলিত মানুষের মাঝে দলটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন। এ দিন অভয়নগর উপজেলার পায়রা, প্রেমবাগ এবং সুন্দলী ইউনিয়নের হাজার হাজার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।