সংঘাত নয়, চাই শান্তি ও সম্পৃতির বাংলাদেশ’—দা হাঙ্গার প্রজেক্টের প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক, দৈনিক চেতনায় বাংলাদেশ
অভয়নগর (যশোর): “সহিংসতা নয়, চাই শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের চর্চা”—এই অঙ্গীকারকে সামনে রেখে দা হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো পিস ফ্যাসিলিটেটেড গ্রুপ (PFG) অভয়নগরের নিয়মিত ফলোআপ মিটিং। বুধবার (২৮ মে) নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে দিনব্যাপী এ সভায় দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PFG অভয়নগরের সভাপতি হাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা হাঙ্গার প্রজেক্ট যশোর অঞ্চলের প্রধান মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমন্বয়কারী মো. গিয়াসউদ্দিন।
বক্তারা বলেন, “শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশই পারে সহিংসতা প্রতিরোধ করে টেকসই বাংলাদেশ গড়ে তুলতে। এজন্য দল-মত নির্বিশেষে সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”
সভায় অংশগ্রহণকারীরা ফ্লিপচার্টের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় করণীয়, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। উঠে আসে অভয়নগর PFG-এর চলমান কার্যক্রম, শান্তি সংলাপ এবং সচেতনতামূলক কর্মসূচির বাস্তব অভিজ্ঞতা।
আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
সুজনের সহ-সভাপতি শহিদুল ইসলাম. যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি তুহিন হোসেন.উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান খোকন.পায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান.চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান ,জাপার সহ-সভাপতি প্রহ্লাদ চন্দ্র .এনজিও প্রতিনিধি নাসরিন সুলতানা.PFG সদস্য গাজী নজরুল ইসলাম ও লায়লা খাতুন প্রমুখ
এই আয়োজনে সমাজে সহনশীলতা, মানবিকতা ও সংঘাতমুক্ত চিন্তা চর্চার গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়। বক্তারা বলেন, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়েই গড়ে উঠতে পারে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ।