অন্যান্য

অভয়নগরে শাকিব হত্যাকান্ডের রহস্য উদঘাটন, পিতা আটক

  প্রতিনিধি 26 September 2024 , 2:26:16 প্রিন্ট সংস্করণ

মতিন গাজীঃ

যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম শাকিব (২১) হত্যাকান্ডের সাথে জড়িত একমাত্র আাসামী নিহত শাকিবের পিতা মুজিবর রহমান (৭৫) কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশের একটি টিম। গতকাল (২৬ আগস্ট) বৃহস্পতিবার ভোরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাই স্পীড শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা শিকার করেছে আটক মুজিবর রহমান। পুলিশ জানায়, ছেলের প্রতি তিক্ত বিরক্ত হয়ে (১৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর কোনমতে কোলে করে ঘর থেকে বের করে টেনে নিয়ে নির্মাণাধীন ঘরের মধ্যে বালিচাঁপা দেওয়া হয়। কেউ যেন টের না পায় সেজন্য ঐ রাতেই সে ঢাকায় চলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা এ হত্যাকান্ডের একমাত্র আসামী মুজিবর রহমানকে আটক করতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বিকালে নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের এক্তারপুর পুর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ঘর থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম শাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দু’দিন পর নিহতের বোন মৌসুমি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১২।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ