নিজস্ব প্রতিবেদকঃ-
যশোরের অভয়নগরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চলিশিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচয়ধারী নূরজালাল নামের এক ব্যাক্তি।
জানা গেছে, বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে বিএনপি নেতা পরিচয় দেওয়া ওই ব্যাক্তি সাংবাদিক রিপন কে দেখে নেওয়ার হুমকি দিয়ে তার সমর্থিত লোকজন নিয়ে খোঁজ লাগায়। পরে সাংবাদিক রিপন কে না পেয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
খোঁজ নিয়ে জানা গেছে ওই নেতা পল্লী মঙ্গল আদর্শ কলেজের শিক্ষক ও ডুমুরতলা স্কুলের সভাপতি।
এদিকে সাংবাদিক রিপন জানান, বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলেও জানিয়েছেন।