প্রতিনিধি 4 September 2025 , 12:09:02 প্রিন্ট সংস্করণ
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপ্টেন আকিব (২ ইবি) স্যারের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে জানা যায়, রোমান জুট মিলের গোডাউনের পিছনে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত স্থানটি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া মহাজ্জেরপাড়া, ওয়ার্ড ৮ নম্বর এলাকায় অবস্থিত।
যৌথ বাহিনীর অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।