অন্যান্য

অভয়নগরে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টা: মামলা করে বিপাকে পরিবার, ফের হামলার শিকার বাবা

  প্রতিনিধি 30 June 2025 , 7:09:29 প্রিন্ট সংস্করণ

যশোর অফিস

যশোরের অভয়নগর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। গত ২৬শে জুন দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের তেঁতুলতলা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে বাবা-মার অনুপস্থিতিতে কয়েকজন মাদকাসক্ত লম্পট ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার খালেক খানের পুত্র মো. রাশেদ খান (৪০), মাছ বাজার রেলবস্তি এলাকার আলামিন (৪০) এবং বুইকারা বৌ বাজার এলাকার আফজালের পুত্র কালা মানিক (৪০)-কে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা (মামলা নং – ৩০) দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ১ নং আসামি রাশেদ খানকে আটক করলেও, বাকি অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলার অপর আসামিরা, বিশেষ করে ৩ নং আসামি কালা মানিকের নেতৃত্বে, মামলা তুলে নেওয়ার জন্য তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি গত রবিবার শিশুর বাবার ওপর হামলাও চালিয়েছে এই চক্রটি। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ওই তরুণীর মা থানায় মামলা করার পর তারা অভিযুক্ত রাশেদ খানকে গ্রেফতার করেছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

ভুক্তভোগী পরিবার দ্রুত বাকি আসামিদের গ্রেফতার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ