অন্যান্য

অভয়নগর উপজেলায় বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে

  প্রতিনিধি 19 March 2025 , 5:07:13 প্রিন্ট সংস্করণ

 

মতিন গাজী

 

যশোরের অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসার ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধ বয়স্ক ভাতার বই নিয় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার (১৯ মার্চ) দুপুরে পুস্প রাণী অধিকারী নামে এক অসহায় বৃদ্ধা নারী সুষ্ঠ বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার নওয়াপাড়া (দক্ষিণ) গ্রামের কৃষ্ণপদ অধিকারীর মেয়ে।

অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভাগী অবস্থায় মারা যান। ভাইয়ের মৃত্যুর পর বৌদির নামে বই করে দেওয়ার কথা বলে ওই ভাতার বইটি হাতিয়ে নেন ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার। সেই সময় বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাত করাসহ মোটা অংকের টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দেন তিনি।

পুস্প রাণী অধিকারী আরো বলেন, সম্প্রতি আমার মা রনু বালা অধিকারী মারা যাওয়ার পর আমি অসহায় অবস্থায় জীবন যাপন করছি। যে কারণে মায়ের বয়স্ক ভাতার কার্ড আমার নামে করার জন্য আবেদন করছি। কিন্তুু ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার আমার নামে করতে রাজি না হয়ে বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। যাতে পূর্বের ন্যায় টাকার বিনিময়ে বইটি অন্যের নামে করিয়ে দিতে পারেন। তার এসব অনিয়মের বিরুদ্ধে উপজলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুষ্ঠ বিচার ও প্রতিকার পেতে লিখিত অভিযোগ করেছি।

অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা কেন্দ্রীক আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারী নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Author

আরও খবর

আঃলীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে জামায়াতের সমাবেশ

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মুত্যুবার্ষিকী পালিত

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ৬ জনকে আটক

অভয়নগরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

পীরগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওয়ার্টআ্যপ নম্বর হ্যাক করে টাকা দাবি

                   

জনপ্রিয় সংবাদ