প্রতিনিধি 18 August 2025 , 7:04:12 প্রিন্ট সংস্করণ
জেমস আব্দুর রহিম রানা, যশোর :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার,যশোর সদর, যশোর মহোদয়ের উপস্থিতিতে নানা কর্মসূচির আয়োজন করা হয় সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার জনাব সরকার মুহাম্মদ রফিকুল আলম। সোমবার সকালে কালেক্টর চত্বর থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালী হয়, র্যালীর পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব সরকার মুহাম্মদ রফিকুল আলম, জেলা মৎস্য অফিসার, যশোর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যাচারি মালিক সমিতির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান , প্রেসক্লাবের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, জনাব শারমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার,যশোর সদর,যশোর, বিশেষ অতিথি জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর, প্রধান অতিথি জনাব মো: আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর এছাড়া জনাব সাইফুজ্জামান মঞ্জু প্রোঃ শুভ্র মৎস্য হ্যাচারি,যশোর সদর, যশোর, জনাব বিদ্যুৎ কুমার বিশ্বাস, সভাপতি, বুকভরা বাওড়, যশোর সদর, যশোর, আমিরুল হক প্রোঃ ন্যাশনাল ফিশ হ্যাচারি, মৎস্য পোনা ব্যবসায়ী জনাব আল আমিন মৃধা ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর প্রধান অতিথি কর্তৃক পৌরপার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।