অন্যান্য

অর্থের অভাবে চিকিৎসা হীনতায় ভুগছেন তোফাজ্জল হোসেন

  প্রতিনিধি 2 November 2024 , 7:15:17 প্রিন্ট সংস্করণ

শাহিনুর রহমান 

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৫৫) তিনি দীর্ঘদিন যাবত হৃদ রোগে ভুগছেন
তোফাজ্জল হোসেনের তিন পুত্র,
ছোট্ট একটি সেলুনের দোকান করে চলে তাদের সংসার জমি জায়গা বলতে রয়েছে শুধু বাড়ির ভিটা

তোফাজ্জল হোসেনের বড় পুত্র মোহাম্মদ আলী বলেন,
ছোট্ট এই সেলুনের দোকান করে নিজেদের সংসার চালানোর পাশাপাশি,, বাবার চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে জাচ্ছে আমাদের
তিনি আরও বলেন আমরা এক বছর যাবত অনেক কষ্ট করে বাবার চিকিৎসা ওষুধ পাতি খরচ চালাচ্ছি
কিন্তু গত ৪০ দিন আগে ডাক্তার। বাবার হার্টের তিনটি রিং পড়াতে বলেন,রিং পড়াতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন কিন্তু এই পরিমাণ টাকা আমাদের কাছে না থাকায়,
বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি
হাফিজাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রশিদুল ইসলাম বলেন , আমি তোফাজ্জল হোসেন কে ব্যক্তিগত ভাবে চিনিও জানি তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ইতিমধ্যেই তাকে পরিষদ থেকে একটি প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছে আর্থিক সাহায্যের জন্য সুপারিশ করা হয়েছে,
এবং আমি ব্যক্তিগতভাবে তাকে যতটা সম্ভব আর্থিক সহযোগিতা করব এবং পরিষদ থেকেও সহায়তা প্রদান করা হবে
তিনি আরো বলেন আমি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি যাতে করে তোফাজ্জল হোসেন কে সঠিক চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করে তুলতে পারি

শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ