প্রতিনিধি 26 June 2025 , 6:36:24 প্রিন্ট সংস্করণ
এম পারভেজ তালুকদারঃ
গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের বাহাদুর পাড়া মহল্লার মোঃ আকবর আলীর স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৫০) আজ প্রায় ৪ বছর যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে।
চিকিৎসা সেবা করার মত তার কোন টাকা নেই, এমনকি তাকে দেখা শোনা করার কেউ নেই। টাকার অভাবে বিনা চিকিৎসা ধুকে ধুকে মরতে বসেছে। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন হালিমা বেগম, তার ২টি পা অকেজো হয়ে রয়েছ চিকিৎসক পরামর্শ দিয়েছে ঢাকায় উন্নত চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে কিন্তু কে করাবে, এমন কি সরকারি কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই হালিমা বেগম, স্থানীয় মহিলা মেম্বার মোছাঃ মারজিয়া বেগম বলেন, আমার বিষয় টি চেয়ারম্যান কে জানিয়েছি, সে ইতিমধ্যে হালিমা কে আর্থিক সাহায্য করেছে এবং গুরুদাসপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আশা করছি কিছুটা সহযোগিতা পাবে। এমন অবস্থায় এলাকায় সকল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন অসুস্থ হালিমা বেগম সে বাঁচতে চাই সে চিকিৎসা সেবানিয়ে সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে চাই বলেই কান্নাই ভেঙ্গে পড়েন হালিমা বেগম, স্থানীয় প্রতিবেশীরা বলেন আমরা যে যতটুকু সম্ভব তার কে সহযোগিতা করেছি কিন্তু হালিমা বেগমকে সুস্থ্য করতে হলে অনেক টাকার প্রয়োজন তাই সকলের পাশা পাশি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা চেয়েছেন অসুস্থ হালিমার পাশে থাকা তার আপন ছোট বোন।