দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে'র দ্বীনেরটুক গ্রামে'র অসুস্থ বাবা'র মৃত্যুর কয়েক ঘন্টা আগে হার্ট অ্যাটাক করে সিলেট রাকিব আলী মেডিকেল আইসিইউ'তে ভর্তি' দ্বীনেরটুক গ্রামে'র বিশিষ্ট প্রবীন মুরুব্বী জনাব, মো: জমসিদ আলী চাঁন মিয়া সাহেব গতকাল সন্ধ্যা ৬:টা ৪০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। আজ শুক্রবার বেলা ১১, ঘটিকার সময় দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে জানাজার নামায অনুষ্ঠিত হয়েছে। চাঁন মিয়া' সাহেব এর মৃত্যুতে চোখের ছায়া আলু হীন হয়ে পড়েছে পরিবারের নিকট'
অত্র গ্রামের দ্বীনেরটুক পশ্চিম পাড়া জামে মসজিদ এর সম্মানিত সভাপতি ও দ্বীনেরটুক গ্রামের পঞ্চায়েতী কবর ও স্থান এর সম্মানিত সভাপতি ও এলাকার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মুরব্বি ছিলেন। নম্র ভদ্র একজন মানুষ দেখতে ছিলেন।
উপস্থিত বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন এর চার চার বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সাহেব জনাব মোঃ শামসুল হক নমু সাহেব জনাব, মোঃ নুর উদ্দিন আহমেদ সাহেব, ও দ্বীনেরটুক গ্রামের কৃতি সন্তান জনাব, মোঃ আব্দুর নুর সাহেব,
উপস্থিত বক্তব্য :- মাওলানা মোহাম্মদ আলী বলেন আমার চাচা আজ চির বিদায় হয়ে আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন যদি আমার চাচার চলাফেরার ক্ষেত্রে কোন ভুল ক্রটি হয়ে থাকে এবং কোন ব্যক্তি আর্তিক লেনদেন পেয়ে থাকেন আমাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব পরিশোধ করার জন্য এবং আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার চাচাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন এবং আরো বক্তব্য দেন মাওলানা মোঃ সাইদুর রহমান নোমান বলেন, আমার দাদা দীর্ঘ হায়াত পেয়েছেন পেয়েছেন প্রায় ৮০ বছর এর কাছাকাছি হয়ে যাবে, আমার দাদা আমার জীবনের ক্ষেত্রে আমাকে কোনো রকম আঘাত প্রাপ্ত করেন নাই,
আমার দাদা ছিলেন একজন সৎ ও মানবতার কাছে এবং সমাজের বিচারকের একজন গণমান্য ব্যক্তি আমার দাদার চলাফেরার ক্ষেত্রে যদিও কোন ব্যক্তি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ পাক যেন আমাদের ফ্যামিলির সবাই কে যেন ধৈর্য দারন করার তৌফিক দান করেন।
সর্বশেষ দোয়াপ্রার্থী :-দেশ বিদেশ অবস্থার'ত সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন মো:- জমসিদ আলী ছান মিয়া'কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন