অন্যান্য

অসুস্থ সাবেক পৌর মেয়রকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়ার ঘটনায় সমালোচনার ঝড়

  প্রতিনিধি 26 June 2025 , 7:55:30 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েলকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, বুধবার (২৫ জুন) দুপুরে জেলা কারাগার থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমরান উদ্দিন জুয়েলকে। তিনি উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তবে হাসপাতালে নেওয়ার সময় তার দুই হাতে ডান্ডাবেড়ি পরানো হয়। পরে পরীক্ষানিরীক্ষা শেষে দ্রুতই তাকে কারাগারে ফেরত নেওয়া হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, “বন্দি হিসেবে তার চিকিৎসা ছিল জরুরি, তবে নিরাপত্তার স্বার্থে ডান্ডাবেড়ি পরানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষেই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

ঘটনার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন অসুস্থ ও সাবেক জনপ্রতিনিধিকে ডান্ডাবেড়ি পরানোর বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, এমরান উদ্দিন জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তালতলা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০১৬ সালের কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হন। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া এক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ