অন্যান্য

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

  প্রতিনিধি 4 January 2025 , 11:09:09 প্রিন্ট সংস্করণ

 

 

হৃদয় চন্দ্র (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে৷ শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টা ২০ মিনিটে উপজেলার কালাইয়া বন্দরের মার্সেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক মার্সেন্ট প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ওসি মো. কামালা হোসেন।

প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্সেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও আজই ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিলো। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পিছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। শিবানন্দ রায় বনিকে প্রতিষ্ঠানের সাথেই পেছনে আলগী নদী। সেই নদী পথে ট্রলারে করে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে অপহরণ করে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছেন ডাকাতরা।

অপহৃত শিবানন্দ রায় বনিকের ভাই সনজিত রায় বনিক অভিযোগ করেন, ‘তাদের প্রতিষ্ঠানের ২০০ মিটার সংলগ্ন কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনা জানার সাথে সাথে তারা সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি। নৌ পুলিশ জানার সাথে সাথে নদীতে অভিযান করলে, ব্যবসায়ী শিবানন্দকে উদ্ধার কাজ সম্ভব হতে পারতো বলে ধারণা করেন তিনি।’

এ বিষয় ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনা জানার সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ