সারাদেশ

অস্ত্র হাতে ছাত্রদল নেতার ছবি ভাইরাল

  প্রতিনিধি 15 April 2025 , 1:22:15 প্রিন্ট সংস্করণ

বনানী (ঢাকা) প্রতিনিধিঃ 

ঢাকা মহানগর উত্তর বনানী থানা ছাত্রদলের সদস্য শেখ সিয়ামের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

সোমবার (১৪ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। প্রশ্ন ওঠছে অস্ত্র হাতের ওই যুবকের আশ্রয়-প্রশ্রয়দাতা কে?

 

ছাত্রদল নেতা শেখ সিয়াম বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এর হাবিবুর রহমানের ছেলে এবং বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ’র সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

বনানী থানা বিএনপির সভাপতি হাবিবুল্লাহ হবি জানান, স্থানীয় লোকজন থেকে সিয়ামের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। সিয়াম মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসন খতিয়ে দেখা উচিত।

ছাত্রদল নেতা শেখ সিয়াম বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আনসারে চাকরি করে আমার একজন বন্ধু রয়েছে। দুষ্টামি করে তার হাত থেকে শর্টগান নিয়েছি। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়েছি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “আমি এ ধরনের কোনো ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।”

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ