প্রতিনিধি 22 August 2025 , 8:39:09 প্রিন্ট সংস্করণ
মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী। আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায় জুটি বেঁধে মন্দিরা এখন পুরোদস্তুর চিত্রনায়িকা।২০১২ সালে টিভি রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে রানার-আপ নির্বাচিত হন মন্দিরা। শোবিজ অঙ্গনে এটি তার পথচলার সূচনা। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় শুরু করেন। তবে ছোটবেলা থেকেই নাচে প্রশিক্ষণ নেন। কত্থক নাচে তার ঢের দখল রয়েছে।মন্দিরা অভিনীত প্রথম টিভি নাটক ‘প্রতিযোগিতা’। এটি পরিচালনা করেন ওয়াহিদ আনাম। এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় ছোট পর্দায় কাজ করেছেন। মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা’ সিনেমা নির্মাণ করেন গুণী পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন মন্দিরা। এর মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। অভিষেক চলচ্চিত্রে নিজের নায়ক হিসেবে পেয়েছেন শরীফুল রাজকে। গত বছর সিনেমাটি মুক্তির পর আলোচনায় উঠে আসেন মন্দিরা।মন্দিরা অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান নির্মিত এ সিনেমায় রাইমা চরিত্রে অভিনয় করেন। এতে তার নায়ক আরিফিন শুভ। গত ঈদুল আজহায় মুক্তি পায় এটি। সিনেমাটি এখনো দেশের বাইরের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। এ সিনেমার বদৌলতে নতুন করে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ধারাবাহিকভাবে চলচ্চিত্রে কাজের প্রস্তাব পাচ্ছেন এই শিল্পী।মন্দিরা চক্রবর্তী বলেন, “আমার কাছে সাতটি সিনেমার প্রস্তাব এসেছে। গল্প শুনেছি, শুনছি। এর মধ্যে চারটি সিনেমায় শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালকরা। অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন। এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই। যেটা করব, সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়।”মন্দিরা তার নাচের মুনশিয়ানা দেখাতে চান। পারফর্ম করতে চান আইটেম গানে। মন্দিরার ভাষায়—“একদম মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে, এখন পর্যন্ত যেসব সিনেমায় অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।”কাজ দিয়ে আলোচিত হতে চান মন্দিরা। তাহলে দর্শকদের সমালোচনা কীভাবে নেন? জবাবে মন্দিরা বলেন, “পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন। একজনের কোনো দিক ভালো তো অন্যদিক তুলনামূলক কম ভালো। দর্শক আলোচনা–সমালোচনা করবেনই। আমি কখনই ভাবি না যে, সবাই আমাকে পছন্দ করবেন বা প্রশংসা করবেন। এটা কারো পক্ষেই সম্ভব নয়।”