জাতীয়

আওয়ামী পুনর্বাসন ঠেকাতে ৪৪ আমলার নাম প্রকাশ করলো ‘জুলাই ঐক্য’

  প্রতিনিধি 20 May 2025 , 9:43:39 প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন নীতির বিরুদ্ধে গঠিত সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বয়ে তৈরি নতুন প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’ ৪৪ জন সিনিয়র আমলার একটি তালিকা প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, এসব কর্মকর্তা সরকারি পদে থেকে দলীয় স্বার্থ রক্ষা করছেন এবং প্রশাসনে পক্ষপাতমূলক পরিবেশ বজায় রাখছেন।

মঙ্গলবার (২০ মে) রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদ ছাত্র মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“এই ব্যক্তিরা রাষ্ট্রীয় পদে থেকে আওয়ামী স্বার্থ রক্ষা করছেন। এদের প্রত্যাহার করা না হলে প্রশাসনে দলীয় প্রভাব বন্ধ হবে না।”

জুলাই ঐক্য দাবি করেছে, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে দলঘেঁষা আমলাদের প্রভাব সরাতে হবে। এ লক্ষ্যে এই তালিকা প্রকাশ এবং আরও সম্প্রসারিত তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।


🧾 প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন আমলা:

  • নাজমূল আহসান – সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়

  • ফারহানা আহমেদ – সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

  • এমদাদুল্লাহ মিয়া – সচিব, কৃষি মন্ত্রণালয়

  • আবদুর রহমান খান – সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

  • ড. খায়রুজ্জামান মজুমদার – সচিব, অর্থ বিভাগ

  • খোরশেদা ইয়াসমীন – সচিব, দুর্নীতি দমন কমিশন

  • মো. আমিনুল আহসান – চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

  • ড. মো. শহিদুল্লাহ – রেক্টর, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি

  • সিদ্দিক জোবায়ের – সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

  • ডা. মো. সারোয়ার বারী – সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

  • মেহেদী হাসান – অতিরিক্ত সচিব, ইকোনমিক মিনিস্টার, ওয়াশিংটন ডিসি

  • মামদুর রহমান – সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
    (সম্পূর্ণ তালিকায় আরও ৩০ জনেরও বেশি সচিব ও গ্রেড-১ কর্মকর্তার নাম রয়েছে)


সংগঠনটি জানিয়েছে, এসব কর্মকর্তার অনেকেই চুক্তিভিত্তিক পুনর্বাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাদের অনেকে প্রশাসনের বিভিন্ন পদে থেকে সরাসরি রাজনৈতিক পক্ষপাত এবং ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,

“আমরা শুধু তালিকা প্রকাশেই থেমে থাকবো না। প্রশাসনে দলীয় নিয়ন্ত্রণ প্রতিহত করতে মাঠে কর্মসূচি চলমান থাকবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষার অংশ।”

‘জুলাই ঐক্য’ আরও জানিয়েছে, ভবিষ্যতে দেশের সচিবালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে ‘পুনর্বাসিত আমলাদের’ তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ