প্রতিনিধি 4 February 2025 , 8:23:26 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা হলো, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে, সেগুলো খুবই আপত্তিকর।তাই যারা এসব লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেফতার করা হবে।
শফিকুল আলম বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্ট পর বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়া, ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।