প্রতিনিধি 9 May 2025 , 6:39:39 প্রিন্ট সংস্করণ
মোঃ আবু সুফিয়ান বাবু
আওয়ামী লীগকে ‘রাজনৈতিক ফ্যাসিস্ট সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোরের মণিরামপুর উপজেলার পাকেরহাট বাজারে।
শুক্রবার (৯ মে) মাগরিবের নামাজের পর পাকেরহাট বাজার থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসলামি ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রবিনাশী একটি দল, যারা দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে। ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি সমাবেশে বলেন, “আওয়ামী লীগ একটি বিষধর সাপ। যারা এদের পুনর্বাসনের চেষ্টা করবে, ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ মাশুল দিতে হবে।”
সমাজকল্যাণ ফাউন্ডেশনের থানা শাখার সেক্রেটারি নুর মোহাম্মদ বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা ও ২০২৪ সালের ঘটনাগুলোর পরও যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।”
বিক্ষোভে বক্তারা দলটি নিষিদ্ধ করে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানান।