প্রতিনিধি 9 May 2025 , 6:50:36 প্রিন্ট সংস্করণ
ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে গড়ে ওঠা কথিত লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ এক রাতেই ১৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় ভয়ভীতি ছড়ানোসহ নানা অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের।
বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নাচোল, ভোলাহাট, সদর, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে চলতি বছরের ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “গত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিক ও ফৌজদারি মামলার আসামি ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নাচোলে ৫ জন, ভোলাহাটে ১ জন, সদরে ৪ জন, গোমস্তাপুরে ১ জন ও শিবগঞ্জ উপজেলায় ২ জনকে আটক করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।