প্রতিনিধি 20 July 2025 , 5:35:31 প্রিন্ট সংস্করণ
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘‘আওয়ামী লীগ শাহী আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচি, ঋষি, টেম্পোস্ট্যান্ড থেকেও চাঁদা তোলে। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।’’রবিবার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘‘২০০১ সালে আমরা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসালাম। এরপরের ঘটনা সবার জানা। ওই সময় বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিকসহ মোট ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।’’এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘‘জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবে না।’’ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।