অন্যান্য

আওয়ামী সাবেক এমপি ও মন্ত্রী মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ -মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি 27 March 2025 , 9:01:17 প্রিন্ট সংস্করণ

 

 

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী 

 

 

গতকাল রাতে (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের তাওহিদী জনতার আয়োজনে আওয়ামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া – ৩ (সদর-বিজয়নগর) আসনের টানা কয়েকবারের সাবেক এমপি ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মানববন্ধনটি হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফেজ মাও: আবু বকরের সঞ্চালনায় শুরু হলে এতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক মাও: ইয়াছিন আরাফাত বিরাসারী,হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রবাসী কল্যাণ সম্পাদক হা. মাওলানা সফিউল্লাহ সাদেকী,হেফাজত নেতা হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি,হেফাজত নেতা হাফেজ মাওলানা ইসহাক আল মামুন,মাও: আমিন বিন আব্দুল খালেক,হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আজিজী সহ বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃ মারুফ ও মুশফিকুর রহমান প্রমুখ।

 

 

উক্ত মানবন্ধনে বিক্ষোব্ধ বক্তারা বলেন,এই কুখ্যাত, বর্বর, রক্তখেকো, পাষন্ড খুনী মোকতাদির এমন কোনো নিপীড়ন নাই যা আমাদের উপর করেনি।

 

সে আমাদের প্রাণের জামিয়াকে ক্ষত-বিক্ষত করেছে।আমাদের ভাই হাফেজ মাসুদকে শহীদ করেছে। ২১ সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের তরোতাজা ১৭টি প্রাণ কেড়ে নিয়েছে। নির্বিচারে বি-বাড়িয়ার শত শত আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলা প্রদানের মাধ্যমে জেলে বন্দী করা সহ বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। এজন্য আমরা আমাদের শহীদি ভাইদের বদলা হিসেবে খুনি মোকতাদিরের ফাঁসির রায় অতিদ্রুত বাস্তবায়নের সর্বোচ্চ দাবি জানাচ্ছি।

 

 

পরিশেষে বক্তাগণ মোকতাদিরের সহযোগী যারা বিভিন্ন হত্যাকান্ডে সাথে জড়িত তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে বলেও জানান। অন্যথায় এই বিক্ষোভ – আন্দোলন চলমান থাকবে বলেও হুশিয়ারি দেন।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ