প্রতিনিধি 6 April 2025 , 8:41:53 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী
শুক্রবার (০৪ এপ্রিল) বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও ৩৮ ফিলিস্তিনির। বিস্ফোরণের ধাক্কায় শিশুসহ মানুষের আকাশে উঠে যাওয়ার লোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন স্থানীয় সাংবাদিক, যা ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। উত্তর থেকে দক্ষিণ—ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পাচ্ছে না কোনো এলাকা। টার্গেট করা হচ্ছে আশ্রয় শিবিরগুলো। গাজা সিটির এক স্কুলে বোমা হামলায় প্রাণ গেছে অনেকের, আহতদের ভিড়ে হাসপাতালে নেই তিল ধারণের জায়গা। গাজার ১.৫ বছরের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৬০০; আহত সোয়া লাখের বেশি।
সূত্রঃ https://youtu.be/1NfwppYXcfg?si=3QCgAhJmfkIU_4o0