অন্যান্য

আখাউড়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জন আটক

  প্রতিনিধি 13 June 2025 , 7:32:51 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আখাউড়া থানাধীন সড়ক বাজার এলাকার ‘ইমন বোডিং’ নামক একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম, এএসআই (নিঃ) আলতাব হোসেন এবং তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস টিম শুক্রবার (১৩জুন) শেষ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, হোটেলের দ্বিতীয় তলায় একাধিক নারী-পুরুষ একটি কক্ষে অবস্থান করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যা এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ১। জাকির হোসেন (২০),

২। মোঃ তামিম (১৯),

৩। বৃষ্টি বেগম (২২),

৪। স্মৃতি বেগম (২০),

৫। রবিউল্লাহ (১৮),

৬। মোঃ রিফাত (১৮),

৭। মোঃ শরীয়ত উল্লাহ (১৮)।

তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের উপস্থিতির যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং পেনাল কোডের ২৯০ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অসামাজিক কার্যকলাপ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

বিক্ষোভ, আলটিমেটাম রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

অভয়নগরে কুচক্রী মহলের মিথ্যাচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন!

বর্ণাঢ্য আয়োজনে আমিরাতে বাংলা টিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সিআইপি ও ব্যবসায়ীদের সংবর্ধনা

লোহাগড়ায় রাস্তার কাজে চরম অনিয়ম, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ আধাবেলা ধর্মঘট

                   

জনপ্রিয় সংবাদ