প্রতিনিধি 12 August 2025 , 3:28:38 প্রিন্ট সংস্করণ
মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি ব্যাংকের উদ্যোগে জুলাই অভ্যুত্থাণে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে শহীদদের স্মরণে ১০০ টি বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি.এম রাশেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান, আখাউড়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খন্দকার, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।