অন্যান্য

আখাউড়ায় পানি চাওয়ার ছলে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট, স্বামী-স্ত্রী আটক

  প্রতিনিধি 24 May 2025 , 7:12:20 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী : (ব্রাহ্মণবাড়িয়া)

শুক্রবার (২৩ মে) জুমার নামাজের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকায় এক গৃহবধূর ঘরে পানি খাওয়ার কথা বলে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে এক স্বামী-স্ত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, দুপুরে নারায়ণপুর এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার বাড়িতে এক যুবক ও এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে উপস্থিত হয়ে পানি চায়। পানি দেয়ার জন্য গৃহবধূ যখন ঘরের ভেতরে যান, তখনই তারা ঘরের ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে, মুখে স্কচটেপ লাগিয়ে গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে পালিয়ে যায়।

পরে ওই নারী অনেক কষ্টে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে রাস্তায় বেরিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং খবর পেয়ে এলাকাবাসী চিরুনি অভিযান চালিয়ে আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—কসবা উপজেলার চন্ডীদোয়ার গ্রামের মো. সানি মিয়া (২৪) ও তার কথিত স্ত্রী চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)।

এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ