সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ৮ দিনের ছুটি

  প্রতিনিধি 26 March 2025 , 7:52:29 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ার আন্তর্জাতিক স্থলবন্দর। এ সময় আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে পরের শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পরেরদিন শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় বানিজ্যিক কার্যক্রম শুরু হবে। বন্দরের মাছ রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্ধের বিষয়টিকে ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ