অন্যান্য

আজ ৭ই সেপ্টেম্বর বিরল চন্দ্র গ্রহণ। দেখা যাবে বাংলাদেশ থেকে।

  প্রতিনিধি 7 September 2025 , 7:40:33 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে বাংলাদেশের আকাশে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আজ ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।
বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ১৮ মিনিটে এই চন্দ্রগ্রহনটি শুরু হবে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে চন্দ্রগ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।
চন্দ্র গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে। সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি আলাদা আলাদা কোন টাইম নেই।
যেহেতু এদিন রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিস্কার থাকতে পারে সুতরাং চন্দ্রগ্রহনটি দেখতে তেমন সমস্যা হবেনা।
আর এই চন্দ্রগ্রহন খালি চোখে দেখা যাবে এবং চন্দ্রগ্রহন এর সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ