নেত্রকোনার আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সোনাজুর (কামারপাড়া) গ্রামে গত ১৬ অক্টোবর দিবাগত রাতে মন্জুরা আক্তার (৫৫) এর পুকুরের সমস্ত মাছ রাতের আঁধারে কেবা কারা বিষ প্রয়োগ করে পুকুরের সমস্ত মাছ নিধন করেছে।
ভুক্তভোগী মঞ্জুরা আক্তার সোনাজুর (কামারপাড়া) গ্রামের মৃত চেলাই মিয়া স্ত্রী ও ইউনিয়নের ১/২/৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য।
ভুক্তভোগী মৎস্যচাষী কৃষক , এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাড়ির সামনে ৩০ শতাংশ জমির উপর একটি পুকুরে রয়েজে। সেখানে মঞ্জুরা প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ , মৃগেল, কাতলা, সরপুঁটি, রুই মাছ চাষ করে ছিল। হঠাৎ তার পুকুরের মাছ এভাবে নিধন হওয়ার মৎস্যচাষী কৃষক মঞ্জুরা আক্তার আর্থিক ভাবে দুর্বল হয়ে ভেঙে পড়েছে ।
এলাকাবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, কেবা কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে পুকুরের সমস্ত মাছ মেরেছে এ ধরনের জঘন্যতম কাজ করাটা মোটেও ঠিক হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী মৎস্যচাষী কৃষক মন্জুরা আক্তার জানান, নাম প্রকাশ করা না সত্ত্বে বলেন আমার সাথে শত্রুতা মূলক ভাবে বিষ প্রয়োগ করে আমার পুকুরের সমস্ত মাছ মেরে ফেলেছে, আমি আইনের আশ্রয় নিব তাদের বিরুদ্ধে।
আটপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান তিনি বলেন, বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।