অন্যান্য

আটপাড়ায় সরকারি জায়গা দখল, অভিযোগ এলাকাবাসীর। 

  প্রতিনিধি 10 February 2025 , 9:47:52 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার  আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের সরকারি খাস জায়গা অবৈধ দখলের অভিযোগ উঠে।অভিযুক্তরা হলেন মোগলহাট্রার গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে দেলোয়ার, আব্দুল গণির ছেলে লিটন মিয়া ,মৃত: আব্দুল গণির ছেলে আনোয়ার, আব্দুল রশিদের ছেলে হাইম।
১২ই ফেব্রুয়ারি ২০২৩ ভূমি অফিস বরাবর অবৈধ খাস জায়গা উদ্ধারে ও ৯ এপ্রিল ২০২৩ অবৈধ দখলের অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শাস্তূ মিয়া সহ এলাকার আরও ৬ জন। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের চারজনের মধ্যে তিনজন দখলকৃত সরকারি জায়গা ত্যাগ করলেও ত্যাগ করেনি একজন মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে দেলোয়ার।
অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার মোগলহাট্টা গ্রামের, মুগুরহাতা মৌজায় ১৭৪৩ নং দাগ ১০/একর জায়গা দখল করে অভিযুক্ত ভূমিদস্যরা। স্বাধীনতার যুদ্ধের পর হতে এই জায়গায় সরকারি খাস ও পতিত জায়গায় এলাকার সকল কৃষকরা বৈশাখী বোরো ধান  সংগ্রহ করে বাজারজাত ধান উত্তোলন ও মারাইসহ সকল কাজ এখানে করা হতো । গত দুই বছর যাবত এই জায়গা ভূমিদস্যুদের দখলে। এতে করে কৃষকের ধান বাজারজাতকরণে অসুবিধা দেখা  দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সরকারি জায়গা আমি জানি, এলাকার সকল কৃষকরা বৈশাখী বোরো ধান  সংগ্রহ করে বাজারজাত ধান উত্তোলন ও মারাইসহ সকল কাজ এখানে করে। এ জায়গায় আমি সহ এলাকার আরো অনেক কৃষক চাষাবাদ করে। সবাই যদি জায়গা ত্যাগ করে তাহলে  আমিও ছেড়ে দিব।
কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত দেলোয়ার হোসেন ছাড়া আর কোন কৃষক সরকারি জায়গায় চাষাবাদ করে নাই।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা বলেন, উপরোক্ত বিষয়টি ইউনিয়ন নায়েককে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্টয়ে সত্যতা প্রমাণ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ