অন্যান্য

আটপাড়া টিসিবির ডিলারকে মারধর, পণ্য সহ টাকা লুট।

  প্রতিনিধি 25 November 2024 , 6:57:13 প্রিন্ট সংস্করণ

 

মনির হোসেন

 

নেত্রকোণায় আটপাড়ায় ট্রেডিং কর্পোরেশন আব বাংলাদেশের (টিসিবি) কার্ডবিহীন ব্যক্তিকে পণ্য না দেওয়ায় ডিলারকে মারধর, ও টিসিবির পণ্য বিক্রয়ের টাকা লুটপাট এর অভিযোগ উঠেছে তেলিগাতী ইউনিয়নের বিজয়পুর গ্রামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাকিল ও তার বাবা বাচ্চু মাস্টার এর উপর,

এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন (টিসিবি) ডিলার আমির হামজা মনির

 

অভিযোগ সূত্রে জানা যায় গত রবিবার (২৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটে উপজেলার তেলিগাতি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এতে ডিলারসহ পণ্য বিক্রয় সহকারীদের ওপর হামলা করে, টিসিবির পণ্য বিক্রয়ের ৩০০০০০ (তিন লক্ষ টাকা) লুটপাট করে নিয়ে যায় শাকিল

 

 

অভিযোগে আরো উল্লেখ আছে ঘটনার সময় টিসিবির পণ্য ডিলার আমির হামজা (মনির) ও টেক অফিসারের উপস্থিতিতে টিসিবি কার্ডধারীদের কাছে পণ্য বিক্রয় করা হচ্ছিল। এসময় ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাচ্চু মাস্টারের ছেলে মোহাম্মদ শাকিল কার্ড ছাড়া টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করে, এবং আরো বলে আমাকে ৫০ টা কার্ডের মাল দিতে হবে। এ কথা শোনার পরে এ সময় ডিলার আমির হামজা মনির শাকিল কে বলেন, একসাথে এতগুলা মাল দেওয়া যাবে না সরকারি নিয়ম নাই সময় তো শেষ তারপরও কার্ডধারীরা আসছে পণ্য নেওয়ার জন্য। আগে কার্ডধারী ব্যক্তিদের দিয়ে শেষ করি তারপর আর কোন কার্ডধারী না আসলে কার্ডবিহীন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দেওয়া হবে।

 

এতে শাকিল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও তার দলবল সহ ভিতরে গিয়ে ডিলার ও সহকারীদের উপর কিল ঘুষি শুরু করে এতে (টিসিবি) ডিলার আমির হামজা মনির আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষ করে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ আটপাড়া থানা এ অভিযোগ দায়ের করেন

 

এ বিষয়ে (টিসিবি) ডিলার আমির হামজা (!মনির) বলেন শাকিল আমার কাছে জোরপূর্বক ভাবে ৫০ টি মাল চায়

আমি মাল না দেওয়াতে সে আমাদের উপর হামলা চালায় এবং আমার (টিসিবি) পণ্য বিক্রয়ের (তিন লক্ষ টাকা) লুট করে নিয়ে যায় এবং আনুমানিক

৩৫ হাজার টাকার মালামাল ক্ষতি করে আমি তদন্তপূর্বক প্রশাসনের কাছে এর বিচার চাই

 

 

এ বিষয়ে অভিযুক্ত শাকিল এর পিতা বাচ্চু মাস্টারের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা এ সকল সাজানো আমার ছেলে এবং আমাকে নিয়ে মিথ্যে নাটক সাজানো হচ্ছে।

 

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি এটার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদুল হাসান বলেন বিষয়টি আমাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং এ ঘটনার সাথে যারা জরিত তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে (টিসিবি)ডিলারকে আইনগতভাবে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ