অন্যান্য

আড়ালে-আবডালে ক্যাসিনো আবার সক্রিয়!নতুন মোড়কে পুরোনো সিন্ডিকেট

  প্রতিনিধি 18 May 2025 , 2:06:52 প্রিন্ট সংস্করণ

ক্রাইম প্রতিবেদক | দৈনিক চেতনায় বাংলাদেশ
ঢাকা, ১৮ মে ২০২৫:

২০১৯ সালের ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের পর রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে আলোড়ন সৃষ্টি হয়। বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হন, ক্যাসিনো সামগ্রী জব্দ হয়, গণমাধ্যমে উঠে আসে শত কোটি টাকার অবৈধ বাণিজ্যের চিত্র। তবে দীর্ঘদিন নীরব থাকার পর সেই পুরোনো সিন্ডিকেট এখন আবারও সক্রিয় হয়েছে নতুন রূপে, নতুন জায়গায়—আরও বেশি গোপন ও প্রযুক্তিনির্ভর কৌশলে।

ভিন্ন মুখ, একই খেলা:
সূত্র বলছে, পুরোনো ক্যাসিনো ব্যবসার হোতারা সরাসরি মঞ্চে নেই ঠিকই, তবে তাঁদের ‘ছায়া-পরিচালনায়’ চলছে নতুন প্রজন্মের ক্যাসিনো কার্যক্রম। ঢাকার অভিজাত আবাসিক এলাকা, কিছু বেসরকারি ক্লাব, রেস্টুরেন্টের আড়াল কিংবা ছদ্মবেশী স্পা সেন্টারগুলো এখন ক্যাসিনোর আধুনিক আসর।

বড় অঙ্কের মুদ্রা, তরুণদের টার্গেট:
অভিযোগ রয়েছে, এই নতুন ধাঁচের ক্যাসিনোতে তরুণ ধনিক শ্রেণি, মডেলিং জগতের উঠতি মুখ ও বিদেশফেরত যুবকদের টার্গেট করা হচ্ছে। প্রতিদিন কোটি টাকার লেনদেন হয় অনলাইন মাধ্যমে—ক্রিপ্টো ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে।

প্রশাসনের তৎপরতা প্রশ্নবিদ্ধ:
প্রশ্ন উঠেছে, কিভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এত বড় নেটওয়ার্ক চালু রয়েছে? একাধিক সূত্রে জানা গেছে, কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ছত্রছায়া ও রাজনৈতিক সংযোগ থাকায় অভিযান কার্যকর হচ্ছে না।

বিশেষ গোয়েন্দা তথ্য:
দৈনিক চেতনায় বাংলাদেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, রাজধানীর উত্তরা, গুলশান, বনানী ও মিরপুরে অন্তত ১২টি গোপন ক্যাসিনো চলমান রয়েছে। এদের মধ্যে কিছু প্রতিষ্ঠান ‘প্রাইভেট ইভেন্ট’ বা ‘গেম নাইট’ নামে বিজ্ঞাপন দিয়ে সদস্য সংগ্রহ করছে।

বিশেষজ্ঞ মতামত:
সাবেক পুলিশ কর্মকর্তা ও ক্রাইম বিশ্লেষক লে. কর্নেল (অব.) শরীফ আজম বলেন, “যদি এই সিন্ডিকেটকে এখনই ঠেকানো না যায়, তবে এটি সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে। প্রযুক্তিনির্ভর ক্যাসিনো এখন সবচেয়ে বিপজ্জনক রূপ নিয়েছে।”

ক্যাসিনো ব্যবসা শুধু অবৈধ নয়, এটি সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের নিরবতা, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক দায়বদ্ধতার অভাব—সব মিলিয়ে আবারও যেন আমরা ফিরে যাচ্ছি ‘ক্যাসিনো যুগ’-এর ছায়ায়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ