অন্যান্য

আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং (ভিডিও)

  প্রতিনিধি 7 February 2025 , 12:21:44 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনাকে বাড়িয়ে তুলতে এবার থিম সং প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম।

 

আজ (শুক্রবার) দুপুরে আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘জিতো বাজি খেল কে’ নামের থিম সংটি প্রকাশ করা হয়। গানের দৃশ্যায়নে উঠে এসেছে পাকিস্তানের বৈচিত্র‍্যময় সংস্কৃতি, রাস্তার প্রাণচাঞ্চল্য, বাজারের কোলাহল ও স্টেডিয়ামের উচ্ছ্বাস-সবকিছুই।

 

গানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী এবং লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গাইতে পেরে উচ্ছ্বসিত আতিফ আসলাম বলেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে আমি ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে আমি দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। এ কারণেই চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

 

প্রসঙ্গত, ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। তাই দেশটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উন্মাদনা একটুঁ বেশিই। আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে যুবদল কর্মীকে জড়িয়ে অপ-প্রচার 

ধর্ষণের ঘটনায় ভারত ছাড়ছেন পর্যটকরা

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বসুন্ধরা – শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা

দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা এবং গণ আকাঙ্ক্ষা আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।