প্রতিনিধি 25 August 2025 , 8:12:10 প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
সকাল ৭টা থেকে ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে
হবিরমোড় ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে, আদমদীঘি থানা এলাকা
২৫ আগস্ট ২০২৫ তারিখে আদমদীঘি থানার হবিরমোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজা পাচারকালে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ মহিন আলম রাকিব। তার পিতা-মৃত মো: মাহবুব আলম এবং মাতা শারমিন বেগম। আসামীর বাড়ি কুমিল্লা জেলার কুতুবআলী থানার দারোগা বাড়ী উত্তর চর্থা এলাকায় অবস্থিত (পোস্টকোড-৩৫০০)।
গ্রেফতারের পর আগামী তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আদমদীঘি থানা এলাকায় আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এই অভিযান অঞ্চলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।